তেলবাহী জাহাজে বিস্ফোরণে তদন্ত কমিটি গঠন

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

নিউজ ডেস্ক :
ঝালকাঠির সুগন্ধা নদীতে জ্বালানি তেলবাহী ট্যাংকার জাহাজে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সাথে এই ঘটনার পাশাপাশি নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি ফ্ল্যাট বাসায় গ্যাসের লাইনে বিস্ফোরণ ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
আজ শুক্রবার (১২ নভেম্বর) মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শেষ খবর পাওয়া পর্যন্ত তেলবাহী ট্যাংকার জাহাজে বিস্ফোরণে একজন ও গ্যাসের লাইনে বিস্ফোরণ ঘটনায় একজন নিহত হয়েছে এবং উভয় ঘটনায় কয়েকজন আহত হয়েছে।
আজ শুক্রবার সোয়া আটটার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীর তীরবর্তী পদ্মা অয়েল কোম্পানির ডিপোর দক্ষিণপাড়ে সাগর নন্দিনী-৩ জাহাজে বিস্ফোরণ ঘটে। পরে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জ্বালানি বিভাগ জানায়, ১০ নভেম্বর সাগর নন্দিনী-৩ নামের জাহাজটি চট্টগ্রাম থেকে জ্বালানি তেল বোঝাই করে ঝালকাঠি পদ্মা অয়েল কোম্পানির ডিপোতে আসে। জাহাজটি ওই ডিপোতে পেট্রল খালাস করার পর ডিজেল খালাস করার জন্য সুগন্ধা নদীর দক্ষিণপাড়ে অবস্থান করছিল। আজ সকালে জাহাজের ইঞ্জিনকক্ষের জেনারেটর চালু করতে গিয়ে হঠাৎ বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়।
এ ঘটনার পর পদ্মা ওয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ডিজেল অক্ষত রয়েছে। তাছাড়া ট্যাংকার জাহাজটি বেসরকারি মাকিলাধীন এবং লোডিং পয়েন্ট থেকে আনলোডিং পর্যন্ত নিরাপদে তেল পরিবহণের দায়িত্ব জাহাজটির বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
এ ঘটনা তদন্তে পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (চুক্তি) শাহনেওয়াজ পারভেজের নেতৃত্বে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের ভিতর তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
একই দিন ভোরে আনুমানিক সাড়ে ৬টায় নারায়ণগন্জের ফতুল্লা থানার আওতাধীন লাল খা এলাকায় পাঁচতলা ভবনের নিজতলায় বিস্ফোরণ সংগঠিত হয়। ঘটনা ঘটার পর তিতাস গ্যাস এর নারায়ণগঞ্জ অফিসের ডিজিএমসহ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। ওই বিল্ডিং এর নিচ তলায় একটি সেপটিক ট্যাংক রয়েছে।বিল্ডিং এর বাইরে তিতাস গ্যাস এর রাইজার ও নিজ তলার ফ্লাটে গ্যাস এর চুলা রয়েছে। ওই গ্যাসের সোর্সগুলো হতে গ্যাস জমে কিংবা তৃতীয় কোন সোর্স হতে এই বিস্ফোরণ ঘটতে পারে যা তদন্ত করে নির্ণয় করা যাবে। গ্যাস লিকেজ এর জন্যই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রাথমিকভাবে ফাযার সার্ভিস ধারণা করছে। ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই দুই ঘটনায় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডঃ তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং জালানি বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান আলাদা আলাদা শোকবার্তায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে নারায়ণগঞ্জের ঘটনায় আহতদের প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশ দেয়ার কথা জানিয়েছে জ্বালানি বিভাগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.