দীর্ঘদিন বন্ধ থাকা আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবি জানিয়েছে তিতাস গ্যাস গ্রাহক ঠিকাদার ঐক্য পরিষদ।
আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিতাস গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী ইব্রাহীম মাহমুদ বলেন, ৬-৭ বছর ধরে আবাসিকে গ্যাস সংযোগ বন্ধ। অথচ যে পরিমাণ গ্যাস অপচয় হচ্ছে এবং অবৈধভাবে ব্যবহার হচ্ছে যদি এর প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করা হয় তবে আবাসিক গ্যাস সংযোগের জন্য ৫-৬ শতাংশ গ্যাস দিলে গ্যাসের স্বল্পতা হবে না।
তিনি বলেন, গ্যাস সেক্টরে অবৈধ গ্যাস ব্যবহারে কার্যক্রম বন্ধ করে, বৈধভাবে গ্যাস সংযোগের ব্যবস্থা গ্রহণ করলে হাজার হাজার কোটি টাকা রাজস্ব আদায় হবে। যা উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করবে।
সংবাদ সম্মেলনে জাতীয় স্বার্থে গ্যাস সংযোগ চালু করার নির্দেশ প্রদানের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান পরিষদের নেতারা।
এসময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস গ্রাহক ঠিকাদার ঐক্য পরিষদের আহ্বায়ক আবুল হাশেম পাটোয়ারী, সদস্য সচিব রফিকুল ইসলাম, তিতাস গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার মালিক সমিতির সভাপতি হাজী মো. জাকির খান, চট্টগ্রাম গ্যাস, পানি, বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের সভাপতি আলমগীর নূর, সাধারণ সম্পাদক এ কে এম ওয়ালি উল্লাহ প্রমুখ।
Be the first to comment