বিদ্যুৎ দিয়ে হাতি হত্যা করলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক:
বিদ্যুতের শক দিয়ে বন্য হাতি হত্যা করলে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ রোববার (২১ নভেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, সম্প্রতি বিদ্যুতের তার দিয়ে হাতি হত্যা সংক্রান্ত কিছু খবর আমাদের নজরে পড়েছে। হাতির উপদ্রপ থেকে বাঁচতে দেশের বিভিন্ন জায়গাতে জিআই তার দিয়ে বেষ্টনি তৈরি করে তাতে বিদ্যুতের লাইন সংযুক্ত করা হয়েছে। এতে করে যখন কোনো হাতি ওই এলাকায় প্রবেশ করতে যাচ্ছে, তখন বিদ্যুতের শকে মারা পড়ছে। এই প্রবণতা খুবই মারাত্মক বন্যপ্রাণী এবং মানুষের জন্যও।

প্রতিমন্ত্রী বলেন, এভাবে কোনো প্রাণী হত্যা আইনত দণ্ডনীয় অপরাধ। এমন কাজ থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। বিদ্যুতের লাইন ব্যবহার করে ভবিষ্যতে এমন কোনো অপকর্ম করলে আমরা কঠোর ব্যবস্থা নেব।

চলতি মাসের ৬ থেকে ১৯ তারিখ পর্যন্ত ১৪ দিনের ব্যবধানে পাঁচটি বন্যহাতি হত্যার ঘটনা ঘটেছে। এরমধ্যে চট্টগ্রাম অঞ্চলে তিনটি ও শেরপুরে দুটি হাতি হত্যা করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.