১২ কেজির এলপিজি বোতলের দাম কমলো ৮৫ টাকা

এলপিজি

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক বাজারে প্রোপেন এবং বিউটেনের দাম কমায় দেশের বাজারেও তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম কমিয়েছে এনর্জি রেগুলেটরি কমিশন (ইআরসি)। তবে বাজারে এর কোন প্রভাব পড়তে এর আগেও দেখা যায়নি।

আগামীকাল শুক্রবার (৩ ডিসেম্বর) থেকেই এই দাম কার্যকর হবে। আজ দুপুরের পর অনলাইনে এই দাম ঘোঘণা করে ইআরসি।

ডিসেম্বর মাসে প্রতিকেজি এলপিজি ১০৯ টাকা ৪২ পয়সা থেকে কমিয়ে ১০২ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে করে ১২ কেজির বোতলের দাম এক হাজার ৩১৩ টাকা থেকে কমে হলো ১ হাজার ২২৮ টাকা। বোতল প্রতি কমলো ৮৫ টাকা।
পরিবহনে ব্যবহৃত এলপি গ্যাসের দামও, যা অটোগ্যাস নামে প্রচলিত। ডিসেম্বর মাসের জন্য অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬১ টাকা ১৮ টাকা থেকে কমিয়ে ৫৭ টাকা ২৪ পয়সা নির্ধারণ করা হয়। লিটারে কমেছে প্রায় ৩ টাকা ৯৪ পয়সা।
বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত (রেটিকুলেটেড) এলপিজির দামও কমানো হয়েছে প্রতিকেজি ১০৬ টাকা ১৯ পয়সা থেকে কমিয়ে ৯৯ টাকা ০৮ পয়সা করা হয়েছে।
বিইআরসি আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল, সচিব রুবিনা ফেরদৌসী, সদস্য মকবুল ই ইলাহি, আবু ফারুকসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.