নিউজ ডেস্ক:
ফেসবুকের পোস্টে শুধু লাইক ছাড়াও রাগ, দুঃখ ভালোবাসাসহ আরও বিভিন্ন রকমের রিঅ্যাক্ট করা যায়। এভাবে ব্যবহারকারীরা কিছু টাইপ না করেই বিভিন্ন আবেগ প্রকাশ করতে পারে।
এগুলো যোগ করায় বিশেষ করে দুঃখজনক কিছু পোস্ট করার পর লাইক দেওয়ার মতো বিড়ম্বনার হাত থেকে রেহাই পেয়েছে ব্যবহারকারীরা। এখন ফেসবুকের এই ফিচারটি হোয়াটসঅ্যাপে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে মেটা। এমনই একটি খবর প্রকাশ হয়েছে সংবাদ মাধ্যম উবারগিজমোতে।
সম্প্রতি ডব্লিউএবিটাইনফোর বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, এই ফিচারটি আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আসন্ন কোনও আপডেটে এই ফিচারটি পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।
অর্থাৎ, এটি চালু হওয়ার পর থেকে কোনও মেসেজে এখন সরাসরি রিপ্লাই না করেও বিভিন্ন রিঅ্যাকশনের মাধ্যমে অনুভূতি প্রকাশ করতে পারবে ব্যবহারকারীরা। যদিও মেটার অন্যান্য মেসেজিং অ্যাপ যেমন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ইত্যাদিতে এই ফিচারটি ইতোমধ্যেই চালু আছে।
Be the first to comment