নিজস্ব প্রতিবেদক :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রূপকল্প দিয়েছেন তা সম্মিলিত উদ্যোগে বাস্তবায়ন করতে হবে।
শনিবার (১১ ডিসেম্বর) ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইউনিভার্সিটির উন্মুক্ত মঞ্চে আয়োজিত ‘স্বাধীনতার ৫০ বছরে বিজয়ের উৎসব’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
নসরুল হামিদ বলেন, ‘তরুণ প্রজম্মেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ বেশি বেশি আলোচনা করা উচিত।’
তিনি আরও বলেন, ‘উন্নত বাংলাদেশ গড়তে দক্ষতার বিকল্প নেই। দক্ষতা অর্জনের জন্য বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ থেকে ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে। গবেষণার জন্য দেওয়া হচ্ছে বিশেষ প্রণোদনা।’
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘নতুন প্রজন্মের ভেতরকার শূন্যতা পূরণে মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ জরুরি। এ দেশটা ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ কোনো কিছুর বিনিময়ে ভুলে যাওয়ার মতো নয়। যারা দেশের স্বাধীনতা দিয়ে গেছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হলে মুক্তিযুদ্ধের কথা জানতে হবে।’
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক তানভীর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আব্দুল হাই সরকার বক্তব্য রাখেন।
Be the first to comment