২৯ লাখ টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত

জ্বালানি তেল

নিজস্ব প্রতিবেদক :
২০২২ সালের জন্য মোট ২৮ লাখ ৯০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে সরকারের মোট ব্যয় হবে ১৫ হাজার ৮৪ কোটি টাকার বেশি।

সোমবার (২০ ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে অনুমোদিত প্রকল্পগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিসভা কমিটির অতিরিক্ত সচিব সামসুল আরেফিন।

এ সময় অতিরিক্ত সচিব বলেন, ২০২২ সালের জন্য অপরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অঙ্গ প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) ২০২২ সালে প্রক্রিয়াকরণের জন্য প্রতি বছরের মতো চুক্তি অনুযায়ী আবুধাবি এবং সৌদি আরব থেকে ১৬ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিপিসির প্রস্তাবে ২০২২ সালে জিটুজি (সরকার টু সরকার) চুক্তির ভিত্তিতে সৌদি আরব থেকে ৭ লাখ মেট্রিক টন এএলসি ৩ হাজার ২১০ কোটি ৭১ লাখ টাকায় এবং আবুধাবি থেকে ৯ লাখ মেট্রিক টন মারবান ৪ হাজার ২৫৬ কোটি ৩৫ লাখ টাকায়—সর্বমোট ১৬ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে। এতে মোট ব্যয় হবে ৮৬৯ দশমিক ৭৭৭ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৭ হাজার ৪৬৭ কোটি ৬ লাখ টাকা। প্রতি ব্যারেল এএলসি ৭২ দশমিক ৬৯ মার্কিন ডলার এবং প্রতি ব্যারেল মারবানের দাম ৭২ দশমিক ০১ মার্কিন ডলার ধার্য করা হয়েছে।

তিনি বলেন, সভায় ২০২২ সালের (জানুয়ারি থেকে জুন) সময়ে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে পরিশোধিত জ্বালানি তেল আমদানির পৃথক আরেকটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। ৫টি প্যাকেজে তিনটি প্রতিষ্ঠান এই জ্বালানি তেল সরবরাহ করবে। এতে সরকারের মোট ব্যয় হবে ৮৮ কোটি ৮৪ লাখ ১৪ হাজার ৭২০ মার্কিন ডলার (৭ হাজার ৬২৭ কোটি ৪ লাখ টাকা)। প্রতি ব্যারেল- গ্যাস অয়েল ৩ দশমিক ১০ মার্কিন ডলার, জেটএ-১: ৪ দশমিক ২৪ মার্কিন ডলার, ফার্নেস অয়েল ২৮ দশমিক ৬৫ মার্কিন ডলার, মোগ্যাস ৫ দশমিক ৫৮ মার্কিন ডলার এবং মেরিন ফুয়েল ৩৫ দশমিক ৩৩ মার্কিন ডলার ধার্য করা হয়েছে।

প্রস্তাবে গ্যাস অয়েল ১০ লাখ ৩০ হাজার মেট্রিক টন, জেট-এ-১: ১ লাখ ১০ হাজার মেট্রিকটন, ফার্নেস অয়েল ৪০ হাজার মেট্রিক টন, মোগ্যাস ৮০ হাজার মেট্রিক টন এবং মেরিন ফুয়েল ৩০ হাজার মেট্রিকটন আমদানি করা হবে বলেও জানান তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.