
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রোববার (২৬ ডিসেম্বর) সকালে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তিতাস গ্যাসের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ভোগান্তির শিকার হন বৈধ সংযোগ ব্যবহারকারীরাও।
তবে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করায় খুশি এলাকাবাসী। তারা বলেন, কর্তৃপক্ষ বাসাবাড়িতে সংযোগ দিলে অবৈধ লাইন কাউকেই ব্যবহার করতে হতো না।
জানা গেছে, মোহাম্মদপুরের বিভিন্ন এলাকার কয়েক শ’ বাসায় গ্যাসের অবৈধ সংযোগ রয়েছে। তিতাস বলছে, বিভিন্ন সময় অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবুও প্রভাবশালীদের ছত্রছায়ায় বারবার সংযোগ দেওয়া হচ্ছে।
রাজধানী এবং এর আশপাশে জালের মতো ছড়িয়ে অবৈধ গ্যাস সংযোগ। সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ সংযোগের কারণে মাসে প্রচুর পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। নগর পরিকল্পনাবিদরা বলছেন, দেরি হয়ে গেছে অনেকটা। এখনই লাগাম না টানলে পরিণতি হবে ভয়াবহ।
এদিকে, রাজধানীর কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গার আদি চ্যানেলে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং জেলা প্রশাসন।
Be the first to comment