জ্বালানি তেলের দাম ৮০ ডলারে উঠেছে

জ্বালানি তেল

নিউজ ডেস্ক :
২০২১ সালের শেষ দিকে জ্বালানি তেলের দাম দ্রুত বেড়ে গেলেও করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তারে এ বাজারে আবার স্থিতিশীলতা ফিরে এসেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ বছর দাম আগের চেয়ে কম থাকবে। বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে ৩৫ জন অর্থনীতিবিদ জানিয়েছেন, ২০২২ সালে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম গড়ে প্রতি ব্যারেল থাকবে ৭৩.৫৭ ডলার। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম থাকবে গড়ে ৭১.৩৮ ডলার। তবে গতকাল মঙ্গলবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৮০ ডলারে উঠে এসেছে। এদিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস তেলের দাম বেড়ে হয় ৭৬.৬৮ ডলার প্রতি ব্যারেল। এর পাশাপাশি ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম হয় ৭৯.৬১ ডলার।

নরবার্ট রাকের বিশ্লেষক জুলিয়াস বায়ের বলেন, ‘তেলের সরবরাহ বাড়ছে, সেই হিসেবে চাহিদা কিছুটা কমছে। কয়েক মাস আমরা জ্বালানির যে সংকট দেখেছি, তা কেটে যাচ্ছে। ফলে ২০২২ সালে দাম বর্তমানের চেয়ে কিছুটা কম থাকবে।’ একই মত দিয়ে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) জানায়, ২০২২ সালের প্রথম প্রান্তিকে ব্রেন্ট তেলের দাম থাকবে ৭৩ ডলার, তবে পুরো বছরের হিসাবে দাম থাকবে গড়ে ৭০ ডলার। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের অপরিশোধিত ডাব্লিউটিআই তেলের দাম ২০২২ সালে গড়ে থাকবে ৬৬.৪২ ডলার।
তবে বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস জানায়, করোনার কারণে আন্তর্জাতিক চলাচলে নতুন করে বিধি-নিষিধ শুরু হলেও তা আস্তে আস্তে কেটে যাবে। ফলে নতুন বছরে ইউরোপের বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেল প্রতি ব্যারেল গড়ে ৮৫ ডলার থাকবে। জ্বালানি বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস জানায়, ২০২২ সালের প্রথম প্রান্তিকে জ্বালানি তেলের চাহিদা সেভাবে থাকবে না। তবে মে মাসের দিকে চাহিদা বাড়তে থাকবে। ফলে বছরের মাঝামাঝিতে এসে ব্রেন্ট তেলের দাম গড়ে প্রতি ব্যারেল ৮০ ডলারে থাকবে।

বিশ্লেষকরা বলছেন, জ্বালানি তেলের বাজার বর্তমানে স্থিতিশীল থাকলেও নজর রাখার মতো বিষয় হচ্ছে রাশিয়া-ইউক্রেন সংকট। এই রাজনৈতিক সংকট ঘনীভূত হলে তেল-গ্যাসের দাম আবার বাড়ার আশঙ্কা রয়েছে।

২০২১ সালে চাহিদা বাড়লেও মজুদ কমে যাওয়ায় এবং সরবরাহ পর্যাপ্ত না থাকায় সবচেয়ে বেশি বাড়ে গ্যাসের দাম। ইউরোপের ডাচ টিটিএফ গ্যাসের দাম ডিসেম্বর পর্যন্ত বেড়ে প্রতি মেগাওয়াট হয় ১৮৭.৭৮ ইউরো, যা বছরের শুরু থেকে ১০ গুণ বেশি। ব্যাপক চাহিদার কারণে গত জুন থেকে বিশ্ববাজারে বাড়তে থাকে জ্বালানি তেলের দাম। ২০২১ সালে তেলের দাম ৫০ শতাংশের বেশি বাড়ে। কিন্তু ওমিক্রন ছড়িয়ে পড়ায় আবারও কমতে শুরু করেছে। সূত্র : রয়টার্স

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.