নিজস্ব প্রতিবেদক :
আগামীকাল থেকে গ্যাস সংকটে পড়তে যাচ্ছে ঢাকা এবং আশপাশের এলাকা। বিবিয়ানা গ্যাস ক্ষেত্র সংস্কারের জন্য প্রতিদিন ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি তৈরী হচ্ছে। আগে থেকে সামিট এলএনজি টার্মিণালের কারিগরি ত্রুটির কারণে প্রতিদিন ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম হচ্ছে।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ফেসবুক পেইজে জানান ‘কারিগরি কারণে ১২ হতে ২১ জানুয়ারি ২০২২ পর্যন্ত তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
গত ১৮ নভেম্বর সামিটের এলএনটি টার্মিণালের মুরিং ছিড়ে যায়। এতে টার্মিণালটিতে কোন এলএনজিবাহী কার্গো ভিড়তে পারছে না। আগামী ১৫ জানুয়ারি টার্মিণালটি কাজ করার কথা থাকলেও এখনও এ বিষয়ে কিছু জানানো হয়নি। বলা হচ্ছে এখনও সময় প্রয়োজন হবে।
পেট্রোবাংলা চেয়ারম্যান নাজমুল আহসান জানান, আমরা মনে করিছিলাম আজ (বুধবার) থেকে সংকট শুরু হবে। কিন্তু আজ বিষয়টি সেভাবে টের পাওয়া যায়নি। আমরা মনে করছি কাল থকেই গ্যাস ঘাটতি হতে পারে। তিনি জানান, বিবিয়ানার কারণে ৫০ এবং সামিটের এলএনজি টার্মিনালের কারণে আরো ৪৫০ অর্থাৎ সবে মিলিয়ে ৫০০ মিলিয়ন ঘনফুটের ঘাটতি হবে।
Be the first to comment