তেলের পর এবার গ্যাসের দাম বাড়ছে

গ্যাস

নিজস্ব প্রতিবেদক :

আবাসিক বাণিজ্যিক শিল্পসহ সব ধরনের গ্যাসের দাম বৃদ্ধির চুড়ান্ত প্রস্তাব আগামী সপ্তাহে জমা দিতে যাচ্ছে দেশের গ্যাস বিতরণ কোম্পানিগুলো। এনার্জি রেগুলেটরি কমিশন (ইআরসি) বলছে গত দুদিনে কয়েকটি গ্যাস বিতরণ কোম্পানি দাম বৃদ্ধির প্রস্তাব দিলেও তা বিধি সম্মত না হওয়াতে ফেরত পাঠানো হয়েছে। ইআরসির কোন কর্মকর্তা গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে কথা বলতে সম্মত হননি। তিতাসের একজন কর্মকর্তা বলেন, তারা একই সঙ্গে মার্জিন বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। প্রতি ঘনমিটারে ৫৪ পয়সা মার্জিন বৃদ্ধির প্রস্তাব করেছে তিতাস।
জ্বালানি বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান,আগামী সপ্তাহে কোম্পানিগুলোকে দাম বৃদ্ধির প্রস্তাব দেয়ার জন্য বলা হয়েছে। আশা করা হচ্ছে চলতি সপ্তাহে দাম বৃদ্ধির প্রস্তাব কমিশনে পাঠানো হবে।
জ্বালানি বিভাগ সূত্র বলছে, আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বেড়ে যাওয়াতে চলতে বছর সার, বিদ্যুৎ এবং গ্যাসে ৭০ হাজার কোটি টাকার ভর্তুকি প্রয়োজন হবে। কিন্তু বাজেটে মাত্র সাড়ে ১২ হাজার কোটি টাকার ভর্তুকি রাখা হয়েছে। ফলে বিপুল পরিমান ভর্তুকির সংস্থানে দাম বৃদ্ধি ছাড়া অন্য কোন উপায় নেই বলে মনে করা হচ্ছে।
তবে কোম্পানিগুলো কতটুকু দাম বাড়াতে চায় এ বিষয়ে বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি। বিইআরসির একজন কর্মকর্তা জানান, প্রথমে প্রস্তাব এলে তা কমিশন বৈঠকে উত্থাপন করা হয়। এরপর নিয়ম অনুযায়ি গণশুনানি করে বর্ধিত তাম ঘোষণা করা হয়। একই সঙ্গে বিতরণ এবং সঞ্চালন কোম্পানির মার্জিন বৃদ্ধি করা হয়।
জ্বালানি বিভাগ সম্প্রতি জ্বালানি তেলেরও মূল্য নির্ধারণ করে। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে ১৫ টাকা বৃদ্ধি করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.