নিউজ ডেস্ক:
গ্যাস ও বিদ্যুতের দাম না বাড়ানোর আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। জোটের নেতারা দাবি করেছেন, গ্যাস ও বিদ্যুৎ কোম্পানিগুলো ভাল লাভজনক অবস্থায় রয়েছে। এই অবস্থায় মূল্য বাড়ানোর যুক্তিসঙ্গত কোনও কারণ নেই।
শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোটের নেতারা এ দাবি জানান।
বিবৃতিতে নেতারা উল্লেখ করেন, আর এক দফা মূল্য বৃদ্ধি করলে কৃষি, শিল্প,পরিবহন, সেবাখাতসহ ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে জনদুর্ভোগ সীমা ছাড়িয়ে যাবে।
বিবৃতিতে বামজোট জানায়, জনগণের প্রতি কোনও দায় না থাকায় সরকার যা খুশি তাই করে চলেছে। তারা অবিলম্বে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির হঠকারী তৎপরতা থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিবৃতি প্রদান করেন বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাসদ-মার্কসবাদী’র সাংগঠনিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মানস নন্দি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশারেফা মিশু, ওয়ার্কার্স পার্টির ( মার্কসবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ ও সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক।
Be the first to comment