নিজস্ব প্রতিবেদক :
গ্রাহক অসন্তোষ যেন না হয়, সেদিকে লক্ষ রেখে গ্যাসের দাম বৃদ্ধির কাজ চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রোববার (৬ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির টিকাটুলীর জোনাল অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
নসরুল হামিদ বলেন, গ্যাসের দাম বাড়াবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গ্রাহক অসন্তোষ যেন না হয়, সেদিকে লক্ষ রেখে সরকার কাজ করছে। গ্যাসের মূল্য অবশ্যই সহনীয় পর্যায়ে রাখা উচিত।
এ মুহূর্তে ডিজেলেই প্রতিদিন গড়ে প্রায় ১০ কোটি টাকা সরকারের লোকসান হচ্ছে বলে উল্লেখ করেন নসরুল হামিদ।
প্রতিমন্ত্রী বলেন, জ্বালানির অপচয় কমাতে ঐক্যবদ্ধ প্রয়াস অব্যাহত রাখা হবে। প্রাকৃতিক গ্যাসের সাশ্রয়ী ব্যবহার ও এ–সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির কার্যক্রম বাড়ানো হচ্ছে। প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।
পরিদর্শনের সময় গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য, প্রিপেইড মিটার, গ্যাস পাইপলাইন, গ্যাসের অপচয়, বকেয়া বিল, দুর্নীতি—ইত্যাদি বিষয়ে আলোচনা করেন নসরুল হামিদ।
Be the first to comment