‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে আধুনিক প্রযুক্তি অপরিহার্য’

নিউজ ডেস্ক:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ অপরিহার্য। বিদ্যুৎ খাত ক্রমাগত বড় হচ্ছে। এর ব্যবস্থাপনায় উন্নত প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব দিন দিন বাড়ছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) অনলাইনে ইউএস ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি (ইউএসটিডিএ) ও পাওয়ার সেলের মধ্যে বাংলাদেশের বিদ্যুৎ খাতের সংস্কার ও স্মার্ট গ্রিড অন্তর্ভুক্ত সংক্রান্ত প্রযুক্তিগত সহায়তা (টিএ) নিয়ে চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে অন্যদের মাঝে বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফ্যাভ, বোস্টন কনসাল্টিং গ্রুপের গ্লোবাল চেয়ারম্যান হ্যান্স পল বার্কনার, বোস্টন কনসাল্টিং গ্রুপের সিনিয়র পার্টনার জারিফ মুনির, ইউএসটিডিএ’র পরিচালক ভিনাই থোম্মালাপালি বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট রোডম্যাপটি স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদে বাংলাদেশের পাওয়ার সেক্টরের চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সম্পদের সর্বোত্তম ব্যবহার করবে। যুক্তরাষ্ট্রের জ্ঞান এবং ধারণার আদান-প্রদান নতুন দিগন্ত উন্মোচন করে আমাদের গ্রিডকে আরও নির্ভরযোগ্য ও স্থিতিস্থাপক করে তুলবে।

ইউএস ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি (ইউএসটিডিএ) প্রযুক্তিগত সহায়তা (টিএ) প্রদানের লক্ষ্যে অনুদান হিসেবে ১৪ লাখ ৯০ হাজার ৮০০ মার্কিন ডলার প্রদান করবে। প্রযুক্তিগত সহায়তায় থাকবে স্মার্ট গ্রিড বাস্তবায়ন রোডম্যাপ, উচ্চ পর্যায়ের আইনগত, নিয়ন্ত্রক ও প্রাতিষ্ঠানিক পর্যালোচনা, বিদ্যমান অবকাঠামো, স্থান ও সম্পদ মূল্যায়ন, পরিবেশগত এবং সামাজিক প্রভাব মূল্যায়ন, অংশীজনদের সম্পৃক্ত ও সক্ষমতা বৃদ্ধি এবং ঝুঁকি বিশ্লেষণ।

প্রযুক্তি, আর্থিক ও অর্থনৈতিক সক্ষমতা নিয়েও কাজ করবে এই প্রকল্প। এটি বাস্তবায়ন করতে বোস্টন কনসাল্টিং গ্রুপকে নির্বাচন করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.