আন্তর্জাতিক ডেস্ক:
ভুটান থেকে বিদ্যুৎ আনতে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ, নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রী আর কে সিংয়ের সঙ্গে বৈঠকে এই সহযোগিতা চেয়েছেন।
দিল্লির বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বৈঠকে তারা বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
হাইকমিশনার বাংলাদেশ, ভুটান ও ভারতের মধ্যে জলবিদ্যুৎ খাতে মন্ত্রীর কাছে ত্রিপক্ষীয় সহযোগিতা চান।
বৈঠকে তারা রামপালে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট চালু এবং ট্রান্সন্যাশনাল পাওয়ার কানেক্টিভিটি নিয়েও আলোচনা করেন।
Be the first to comment