বিদেশ ডেস্ক:
রাশিয়া-ইউক্রেন সংকটে আন্তর্জাতিক জ্বালানির বাজার অস্থির হয়ে উঠেছে। গত কয়েক দিনের ব্যবধানে ব্যারেলপ্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে হয়েছে ১০০ ডলার।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে সামরিক অভিযান ঘোষণার পর, ২০১৪ সালের পর এবারই অপরিশোধিত তেলের দাম রেকর্ড পরিমাণ বেড়েছে। ইউরোপে এ যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ বিঘ্নিত হতে পারে। এশিয়ায় প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড জ্বালানি তেলের (৪২ মার্কিন গ্যালন বা ১৫৯ ব্রিটিশ লিটার) দাম বেড়ে ১০১ দশমিক ৩৪ ডলারে উঠেছে। এর আগে সবচেয়ে বেশি ছিল ২০১৪ সালের সেপ্টেম্বরে ১০১ দশমিক ২০ ডলার। গত বছরের ১ ডিসেম্বর অপরিশোধিত তেলের দাম ছিল প্রতি ব্যারেলে ৬৮ দশমিক ৮৭ ডলার। যা এখন বেড়ে প্রতি ব্যারেলে ১০০ ডলার ছাড়িয়ে গেছে। অর্থাৎ গত দেড় মাসে অশোধিত তেলের দাম সর্বনিম্ন স্তর থেকে ৪০ শতাংশ বেড়েছে।
প্রসঙ্গত, রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। ইউরোপের বাজারে তারা প্রধানত অপরিশোধিত তেল বিক্রি করে।
Be the first to comment