নিজস্ব প্রতিবেদক:
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এখনই রূপপুর বিদ্যুৎকেন্দ্রে কোনো প্রভাব পড়বে না। আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে দেয়া এক প্রতিক্রিয়ায় এমন কথা জানান তিনি।
ইয়াফেস ওসমান বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আমরা পর্যবেক্ষণ করছি। ক্ষণে ক্ষণে বিশ্ব পরিস্থিতি পাল্টাচ্ছে। ফলে এই যুদ্ধ আসলেই কতখানি প্রভাব ফেলবে তা বলার সময় আসেনি।
গতবছরের ১০ অক্টোবর পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম রিয়্যাক্টর প্রেসার ভেসেল বা চুল্লি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে যন্ত্র দিয়ে পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে তার মূল কাঠামোকে বলা হয় রিয়্যাক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লি।
প্রসঙ্গত, রূপপুরে এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ভিভিআর-প্রযুক্তির রিয়্যাক্টরের দুটি ইউনিট তৈরি হবে। আগামী ২০২৩ সালে কেন্দ্রটির প্রথম ইউনিট এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট চালু হবার কথা রয়েছে।
Be the first to comment