মফস্বল নিউজ:
বন্দর উজেলার কুড়িপাড়া বটতলা, চাপাতলী, কুড়িপাড়া চৌরাস্তা ও ইস্পাহানী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার বসতবাড়ির ৮ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।
শুক্রবার (৪ মার্চ) বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উল্লেখিত এলাকায় অবৈধ গ্যাস সংযোগের পাইপ লাইন বিচ্ছিন্ন করা হয়।
ওই সময় ভ্রাম্যমান আদালত চারটি স্পট থেকে দুই ও ৩ ইঞ্চি ২০ ফুট অবৈধ পাইপ জব্দ করা হয়। সে সাথে ভ্রাম্যমান আদালত ৪টি এলাকার প্রায় ৬ হাজার বাড়ির প্রায় ৮ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বন্দর উপজেলার সহকারি কমিশনার (ভ’মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেমাতুজ্জোহরার নেতৃত্বে তিতাস গ্যাস সোনারগা আঞ্চলিক বিপনন বিভাগের একটি টিমসহ আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী এ অভিযানে অংশ নেন।
Be the first to comment