নিজস্ব প্রতিবেদক :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বৈশ্বিক ব্যবস্থাপনায় জ্বালানি জনসচেতনতা বাড়াতে সাংবাদিকদের অবদান অপরিসীম। বিদ্যুৎ ও জ্বালানির সরবরাহ, সঞ্চালন, বিতরণ ও ব্যবস্থাপনার সাথে জনসম্পৃক্ততা বাড়াতে জ্বালানি বীটের সাংবাদিকদের আরো কাজ করার সুযোগ রয়েছে। সংবাদের পেছনের সংবাদ বিবেচনা করে দেশ ও জাতির মঙ্গলে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা উচিত।
প্রতিমন্ত্রী আজ সোমবার (১৪ মার্চ) সচিবালয়ে জ্বালানি খাতের সাংবাদিকদের সংগঠন ‘ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স, বাংলাদেশ (এফইআরবি)’-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন।
তিনি বলেন, সাশ্রয়ি মূল্যে জ্বালানি সরবরাহে সরকার কাজ করছে। বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় সরবরাহ নেটওয়ার্কের আকারও ক্রমশ বড় হচ্ছে, চ্যালেঞ্জও বাড়ছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকদের প্রতিনিয়ত পাশে পেতে চাই।
আলোচনাকালে ‘এফইআরবি’ এর চেয়ারম্যান শামীম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান সেরাজুল ইসলাম সিরাজ, নির্বাহী পরিচালক রিসান নাসরুল্লাহ, পরিচালক (উন্নয়ন ও অর্থ) লুৎফর রহমান কাকন, পরিচালক (বিনোদন ও কল্যাণ) মজিব মাসুদ,, পরিচালক (ডাটা ব্যাংক) মাহবুব রনি, পরিচালক (প্রশিক্ষণ ও গবেষণা) হাসনাইন ইমতিয়াজ, সদস্য অরুণ কর্মকার, সদস্য আশরাফুল ইসলাম, সদস্য মো: আজিজুর রহমান ও সদস্য শাহেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
আরো মসৃনভাবে কাজ করার স্বার্থে নিজস্ব কার্যালয়, এনার্জি রিসার্চ ইনস্টিটিউট, প্রশিক্ষণ- (অ্যাওয়ার্ড প্রদান ও দেশী-বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানে ফেলোশিপ প্রদান), দূর্যোগকালীন ফান্ড, জ্বালানি ও বিদ্যুৎ খাতের সাথে নিয়মিত মত বিনিময়, বড় বড় প্রকল্পসমূহ পরিদর্শন, ইত্যাদি বিষয় প্রতিমন্ত্রীর দৃষ্টিগোচর করা হয়।
প্রতিমন্ত্রী নসরæল হামিদ এ সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতের চলমান ও আগত প্রকল্প সমূহের তুলনামূলক চিত্র আলোচনা করে বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সম্ভাবনা অনুসন্ধানে সাংবাদিকদের আরো অবদান রাখার সুযোগ রয়েছে। আলোচনাকালে তিনি ‘এফইআরবি’ এর সাথে আরো নিবিঢ়ভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
Be the first to comment