‘নবরূপায়িত’ বিদ্যুৎ ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :
বিদ্যুৎ ভবনের নবরূপায়িত নতুন ভবনের উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ১.০৮ একর জায়গার উপর আব্দুল গনি রোডে বিদ্যুৎ ভবন অবস্থিত। ৩,৬০,০৬০ বর্গফুটের এই অফিসে বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যালয় রয়েছে।
আজ মঙ্গলবার (১৫ মার্চ) বিদ্যুৎ ভবনে ‘নবরূপায়িত’ বিদ্যুৎ ভবনের উদ্বোধন করে তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, কাজের উপযুক্ত পরিবেশ কর্মদক্ষতা বাড়ায়। কর্মীদের মনোবল চাঙ্গা করে; কাজে গতিশীলতা নিয়ে আসে।

তিনি বলেন, প্রকৌশলীদের আর্থিক ব্যবস্থাপনা ও মানব সম্পদ উন্নয়নে দক্ষতা অর্জন সময়ের দাবী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের উন্নত ও সমৃদ্ধ দেশে সবাইকে বহুদিকে দক্ষ হতে হবে। দেশ-বিদেশের মানুষের কাছে আস্থা অর্জন করতে হবে। আমাদের সিস্টেম প্রতিনিয়ত হালনাগাদ করার সাথে সাথে সম্পৃক্ত মানুষগুলোরও আধুনিক হওয়া বাঞ্চনীয়।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব মোঃ হাবিবুর রহমান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌঃ মোঃ মাহবুবুর রহমান বক্তব্য রাখেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.