বাংলাদেশে জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

নিউজ ডেস্ক :
সৌদি আরবের বেশ কয়েকটি কোম্পানি বাংলাদেশে জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায়। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী কোম্পানিগুলো। এমনটি জানিয়েছেন ঢাকা সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ।

আজ বুধবার (১৬ মার্চ) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এসময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানান, নতুন খাত খুঁজে বের করে অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সৌদি আরব।

অপরদিকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সৌদি আরবকে বড় ধরনের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী বৈঠকে আশা প্রকাশ করেছেন, সৌদি আরবের বিনিয়োগকারীরা বাংলাদেশের বিদ্যমান বিভিন্ন সুবিধা কাজে লাগাবেন।

এসময় বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ককে একটি ‘বন্ধুত্বের শক্ত বন্ধন’ হিসেবে উল্লেখ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আগামী দিনগুলোতে এই বন্ধন আরও জোরদার হবে।

এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে বাংলাদেশের সঙ্গে একত্রে কাজ করারও আশা করেন ফয়সাল বিন ফারহান আল-সৌদ।

সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. জাভেদ পাটোয়ারি, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসাফ ইসা আল দুলাইহান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.