তিতাসের বিতরণ মার্জিন বিলোপের সুপারিশ

তিতাস গ্যাস কোম্পানি

রশিদ মামুন:
তিতাসের বিতরণ মার্জিন বৃদ্ধির বদলে উলটো বিলোপের সুপারিশ করেছে ইআরসির কারিগরি কমিটি।

আজ বুধবার (২৩ মার্চ) রাজধানীর বিয়াম অডিটরিয়াম তিতাস গ্যস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রস্তাবিত গ্যাসের দামের উপর গণশুনানী করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শুনানিতে কারিগরি কমিটির দেয়া প্রতিবেদনে এই সুপারিশ করা হয়৷

শুনানিতে তিতাস প্রতি ঘনমিটার গ্যাসের জন্য ৬৮ পয়সা নতুন মার্জিন নির্ধারনের প্রস্তাব করেছে। কারিগরি কমিটি বলছে, বিতরণ মার্জিন ছাড়াও তিতাসের আরও আয় রয়েছে। তিতাস ১০ হাজার ১৪৭ মিলিয়ন টাকা অতিরিক্ত আয় করেছে।

অন্যদিকে তিতাস বলছে, ২০১৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত তাদের বিতরণ মার্জিন ছিল ৫৫ পয়সা। কিন্তু ওই বছর ১ সেপ্টেম্বর তা কমিয়ে ২২ পয়সা নির্ধারণ করা হয়। কিন্তু ওই সময় থেকে এনবিআর অতিরিক্ত ট্যাক্স কেটে নেয়াতে তিতাস ঋণাত্মক মুলধনে চলে গেছে। এখন তিতাস এজন্য ১ হাজার ৩ কোটি টাকা ফেরত দেওয়ার জন্য এনবিআর এ দেন দরবার। করেছে। কিন্তু এনবিআর তিতাসের এ কথা কর্ণপাত করেনি৷

তিতাস বলছে তাদের চারটি উন্নয়ন প্রকল্প রয়েছে, যার অর্থায়নের জন্য তাদের মার্জিন বাড়ানো দরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.