নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহই অন্যতম প্রধান চ্যালেঞ্জ। শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। গ্রাহক প্রত্যাশাও বেড়েছে। গ্রাহকের প্রত্যাশার সঙ্গে সমন্বয় করে বিদ্যুৎ বিভাগ সেবার মান আরও বাড়াবে।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান এবং মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়ন সফলভাবে সম্পন্ন করায় সরকার বিদ্যুৎ বিভাগকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ প্রদান করেছে। চলতি গ্রীষ্মে ও আসন্ন রমজানে অতিরিক্ত ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ লাগবে। সাশ্রয়ী হলে এটা অনেকাংশে কমানো সম্ভব। প্রাথমিক জ্বালানির মূল্য বৈশ্বিক পরিস্থিতিতে চার/পাঁচগুন বেড়ে গেছে। গ্রাহকদের সুবিধাজনক অবস্থায় রাখতে প্রতিনিয়ত কাজ করা হচ্ছে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছে হস্তান্তর করেছেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো, মাহবুবুর রহমান ও পাওয়ার সেলের ডিজি মোহাম্মদ হোসাইন উপস্থিত ছিলেন।
Be the first to comment