নিজস্ব প্রতিবেদক :
বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য গ্যাস সংকট দেখা দিয়েছে সারা রাজধানীজুড়ে। রমজানের প্রথমদিন রাজধানীর কোথাও গ্যাস নেই, আবার কোথাও গ্যাস থাকলেও চাপ এত কম যে প্রথমদিনের ইফতারই বানাতে পারেনি অনেকেই। একই সাথে কোথাও কোথাও বিদ্যুৎ সংকটের শংকাও দেখা দিয়েছে।
রবিবার (৩ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালযয়ের উপ-প্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,শেভরন পরিচালিত বিবিয়ানা গ্যাস ফিল্ডে জরুরী রক্ষানাবেক্ষণের জন্য বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপের সৃষ্টি হতে পারে। অভিজ্ঞ প্রকৌশলীরা মেরামতের কাজ করে যাচ্ছেন। খুব দ্রুততম সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে আশা করা যাচ্ছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছে।
এরপর সন্ধ্যা নাগাদ পাঠানো আর একট বিজ্ঞপ্তিতে বলা হয়, বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহে ঘাটতিজনিত কারণে কিছু কিছু বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বিঘ্ন ঘটছে। ফলে কোন কোন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে।
Be the first to comment