‘বিঘ্ন ছাড়াই’ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি আসছে

নিউজ ডেস্ক;
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজে বিঘ্ন ঘটতে পারে বলে অনেকে আশঙ্কা করলেও বাস্তবে তা ‘নেই বললেই চলে’। সম্প্রতি রাশিয়ার সমুদ্রবন্দর সেন্ট পিটার্সবার্গ থেকে যন্ত্রপাতির নতুন একটি লট শিপমেন্ট করা হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসাটম এই তথ্য জানিয়েছে।

রোসাটম জানায়, এই শিপমেন্টের এ লটে বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ এবং ২ এর জন্য ১ হাজার ৩০০ বিভিন্ন আইটেমের যন্ত্রপাতি রয়েছে। যার ওজন প্রায় ১ হাজার ৫৭৩ টন। চলতি বছরের জুনেই নতুন এই যন্ত্রপাতিগুলো রূপপুর সাইটে ডেলিভারি দেওয়া হবে।

প্রকল্পের জেনারেল কন্ট্রাক্টর এটমোদ্রয়েক্সপোর্টের ভাইস-প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সেই ডেইরি জানান, ‘বিরূপ আন্তর্জাতিক পরিস্থিতিতেও রূপপুর প্রকল্পের জেনারেল কন্ট্রাক্টর হিসেবে নির্মাণ কাজ এবং যন্ত্রপাতি সরবরাহ উভয় ক্ষেত্রেই আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি।’

রূপপুর প্রকল্পে স্থাপিত হচ্ছে দু’টি তৃতীয় প্রজন্মের রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর যার মোট উৎপাদন ক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.