নিজস্ব প্রতিবেদক ;
গ্যাসের দাম বাড়ানোর গণশুনানি শেষ হতে না হতেই পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর গণশুনানি করতে যাচ্ছে এনার্জি রেগুলেটরি কমিশন (ইআরসি)।
আগামি ১৮মে রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এ গণশুনানি অনুষ্ঠিত হবে বলে কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো)’র বিদ্যুতের পাইকারি (বাক্ষ) ট্যারিফ পরিবর্তনের প্রস্তাব সংবলিত আবেদনের বিষয়ে আগ্রহী সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৩ অনুযায়ী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো) বিদ্যুতের পাইকারি (বাল্ক) ট্যারিফ পরিবর্তনের জন্য কমিশনে প্রস্তাব সংবলিত আবেদন দাখিল করেছে।
আবেদন পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য কমিশনের গঠিত কারিগরি মূল্যায়ন টিম সুপারিশ করেছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান অথবা সংস্থাকে ২৮ এপ্রিলের মধ্যে শুনানি-পূর্ব লিখিত বক্তব্য বা মতামত কমিশনে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
এর আগে গত ২১ মার্চ থেকে ২৪ মাচ পর্ন্তয গ্যাসের পাইকারি ও খুচরা দামসহ সঞ্চালন চার্জ বাড়ানোর প্রস্তাবের উপর শুনানি করেছে ইআরসি।
Be the first to comment