এবার শিল্পে গ্যাস বন্ধ ৪ ঘন্টা

শিল্পে গ্যাস

নিজস্ব প্রতিবেদক :

সিএনজির পর এবার নতুন করে শিল্প কারখানাগুলোতে ৪ ঘন্টা গ্যাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ। আগামিকাল ১২ এপ্রিল মঙ্গলবার থেকে এই আদেশ কাযকর হবে। যা ঈদ পর্ন্তয বলবত থাকবে।

আজ সোমবার (১১ এপ্রিল) পেট্রোবাংলার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পেট্রোবাংলার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান উপলক্ষে আগামী ১২ এপ্রিল মঙ্গলবার হতে পরবর্তী ১ দিন বিকাল ৫টা হতে রাত ৯টা পর্যন্ত অর্থাৎ প্রতিদিন মোট ৪ ঘণ্টা সকল শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম বিষয়টি নিয়মিত মনিটরিং করবে বলে পেট্রোবাংলা জানায়।

এর আগে একই কারণ দেখিয়ে গত ৩০ মার্চ বিকাল ৫টা হতে রাত ১১টা পর্যন্ত অর্থাৎ মোট ৬ ঘণ্টা সব সিএনজি স্টেশন হতে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.