রশিদ মামুন:
রাশিয়ার কাছ থেকে তেল কেনার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে তেল বিক্রি করতে না পারা রাশিয়ার কাছ থেকে ভারত এবং চীন জ্বালানি তেল কিনছে। তেল কেনার ক্ষেত্রে রাশিয়া আন্তর্জাতিক বাজারের চাইতে কিছুটা কম দাম নিতে সম্মত রয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ ঢাকায় একটি কর্মশালা উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবা রাশিয়ার তেল বিক্রির প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে সরকার প্রধানের অনুমোদনের প্রয়োজন রয়েছে।
ইউক্রেন যুদ্ধের পর ইউএসএ এবং ইউকে রাশিয়ার উপর নানামুখি অবরোধ আরোপ করেছে। কিন্তু ইউরোপের দেশগুলোর জ্বালানির প্রধান উৎস রাশিয়া। সংকট মোকাবেলায় রাশিয়া ডলারের বদলে নিজেদের মুদ্রা রুবলে জ্বালানির দাম পরিশোধ করতে বলে। কিন্তু ইউরোপের অনেক দেশ এই শর্ত মানতে রাজি না হওয়াতে জটিলতা সৃষ্টি হয়েছে। রাশিয়া ফিনল্যান্ডের বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ এরমধ্যে বন্ধ করে দিয়েছে।
আজ সোমবার বিদ্যুৎ ভবনে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বিপিএমআই আয়োজিত ‘বিদ্যুৎ খাতে সাইবার নিরাপত্তা-নীতি এবং অপারেশনাল দৃষ্টিকোণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
গত নভেম্বর মাসে জ্বালানি বিভাগ ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়ায়। এখন কেরোসিন ও ডিজেলের দাম ৬৫ টাকা থেকে বেড়ে ৮০ টাকা হয়েছে।
Be the first to comment