নিজস্ব প্রতিবেদক:
বিশ্বব্যাপী পরীক্ষামূলক নতুন জ্বালানি হাইড্রোজেন দিয়ে বিদ্যুৎ উপাদনের সাম্ভাব্যতা জরিপ করা হবে। এজন্য জ্বালানি বিভাগ একটি নীতিমালাও করছে। মঙ্গলবার (৩১ মে) পিডিবির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিদ্যুৎ জ্বালানি খনিজসম্পদ মন্ত্রী এ কথা জানিয়েছেন।
হাইড্রোজেন দিয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইউরোপ এবং যুক্তরাষ্ট্র অনেক দিন থেকে চেষ্টা করছে। ইতোমধ্যে ইইউ এ কাজে বিপুল পরিমাণ বিনিয়োগের জন্য তহবিল গঠন করেছে। দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে একটি হাইড্রোজেন পাওয়ার প্ল্যান্ট চালু করেছে। নবায়নযোগ্য জ্বালানি হিসেবে হাইড্রোজেন ভবিষ্যৎ দুনিয়ার জ্বালানি হবে বলে মনে করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘সামনে বড় পরিবর্তন আসছে, হাইড্রোজেন পলিসি করতে যাচ্ছি। ভবিষ্যতে এই জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন হতে পারে। এখনও ফিজিবিলিটি করা হচ্ছে। যাচাই বাছাই চলছে। ৪১ সালের মধ্যে ৪১ শতাংশ বিদ্যুৎ আনতে হবে নবায়নযোগ্য জ্বালানি থেকে। এজন্য ব্যাপক বিনিয়োগ করতে হবে।’
Be the first to comment