নিজস্ব প্রতিবেদক :
আমদানি করা সৌর প্যনেলের উপর এক শতাংশ হারে কর বসানো হয়েছে। দেশে সৌর প্যানেল উৎপাদনকারীদের সহায়তা দিতে এই উদ্যোগ বলে প্রস্তাবিত বাজেট ঘোষনায় জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সারাদেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যাপক সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এসব সৌর প্যানেল এবং অন্যান্য যন্ত্রাংশ দেশের বাইরে থেকে আমদানি করে আনা হয়। সোলার প্যানেল আমদানিতে এর আগে কোন কর দিতে হতো না। এখন থেকে কর দিতে হবে।
সরকার মনে করছে এর ফলে দেশেই সৌর প্যানেল উৎপাদনের কারখানা নির্মাণ হবে। তবে পরিতাপের বিষয় হচ্ছে দেশে কয়েকটি শিল্প গ্রুপ সোলার প্যানেল উৎপাদনের কারখানা নির্মাণ করলেও তারা বৈশ্বিক প্রতিযোগীতায় টিকতে পারেনি। তবে তখন দেশের বাজার ছোট থাকার অভিযোগও রয়েছে।
Be the first to comment