নিউজ ডেস্ক:
সারা বিশ্বে জ্বালানির দাম অস্বাভাবিক হারে বাড়ছে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিয়েছে। সেই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করছে। এবার সরকারের সেসব পদক্ষেপের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। দেশের এ সংকটের সময় প্রতিষ্ঠানটি বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।
গ্রামীণফোন একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ সাশ্রয়ে তাদের একাধিক পদক্ষেপ গ্রহণের বিষয়ে জানিয়েছে।
তারা জানিয়েছে, গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউস বর্তমানে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার বন্ধ থাকে। সেই সঙ্গে এখন থেকে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় প্রতি বৃহস্পতিবারও বন্ধ থাকবে। প্রতি বৃহস্পতিবার জিপি হাউসের কর্মীরা হোম অফিস বা বাসা থেকে কাজ করবেন।
এ ছাড়া তারা দেশব্যাপী তাদের চলমান কার্যক্রম পরিচালনায় বিদ্যুৎ সাশ্রয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) একটি প্ল্যাটফর্ম ব্যবহার করছে।
Be the first to comment