রশিদ মামুন:
রাজধানী ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং কুমিল্লার বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ মঙ্গলবার দুপুর দুইটা ৫ মিনিটে আশুগঞ্জে গ্রিড লাইনে সমস্যার কারণে এই অঞ্চলে ব্ল্যাক আউট এর ঘটনা ঘটেছে। কখন এই পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। ব্ল্যাক আউটের কারণে এই অঞ্চলের বেশিরভাগ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়েগেছে। কেন্দ্রগুলো এক একটি করে চালু হওয়ার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে ধারনা করা হচ্ছে।
পিজিসিবির মুখপাত্র এবিএম বদরুদ্দোজা জানিয়েছেন, গ্রিড বিপর্যের কারণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েগেছে। তবে কতক্ষন নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনই বলা সম্ভব নয়। পিজিডিসি চেষ্টা করছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে। সাম্প্রতিক সময়ে বরিশালে বিদ্যুৎ গ্রিডে বিপরযয় ঘটে।
এখন প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া প্রধানমন্ত্রী অফিস এবং রাষ্ট্রপতি ভবনে বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
এখন পদ্মা এবং যমুনার উপারে ছাড়া কোথাও বিদ্যুৎ নেই।
Be the first to comment