নিজস্ব প্রতিবেদক:
ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলার জন্য সাধারণ মানুষকে আহবান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। আজ বিদ্যুৎ বিভাগের ফেসবুক পেইজে দেয়া একটি বার্তায় বলা হয়, আকষ্মিকভাবে অদ্য দুপুর ০২:০৪ ঘটিকায় জাতীয় গ্রিডের ইস্টার্ন অংশে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ) সমস্যা দেখা দেওয়ায় অনাকাঙ্ক্ষিতভাবে বিদ্যুৎ বিভ্রাট চলছে। পিজিসিবি’র প্রকৌশলীগণ দ্রুততার সঙ্গে জাতীয় গ্রিড সচল করতে নিবিড় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যথাসম্ভব তাড়াতাড়ি বিদ্যুৎ সেবা চালু করা হবে বলে আশা করা যায়।
পিজিসিবি সহ বিদ্যুৎ খাতের সকল সংস্থা একযোগে পরিস্থিতি মোকাবেলায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
অনাকাঙ্ক্ষিত এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকলকে ধৈর্য্য ধারণ করতে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।
Be the first to comment