নিজস্ব প্রতিবেদক:
ব্ল্যাক আউটের খবর প্রচারের পর পরই বাজার থেকে সব মোম কিনে নিয়ে গেছেন মানুষ। বিকেলে মোম কিনতে গিয়ে শূন্যহাতে ফিরেছেন অনেকে। ফলে যারা মোম বাতি পাননি তাদের সঙ্গী হয়েছে অন্ধকার।
আজ সন্ধ্যায় আলমগীর হোসেন পান্থপথের এক মুদি দোকান থেকে ফিরে এসে জানান, বিকেল চারটার মধ্যেই মোমবাতি ফুরিয়ে গেছে। এখন নাকি কারওয়ান বাজারেও মোম বাতি নেই। তবে আপাতত সরকারের তরফ থেকে রাত আটটার মধ্যে বিদ্যুৎ ফিরে পাওয়ার ঘোষনাতে আস্থা রাখতে চান তিনি। বলছেন, আরতো দু ঘন্টা দেখতে দেখতে কেটে যাবে।
Be the first to comment