ডেস্ক প্রতিবেদন :
নারায়ণগঞ্জের পঞ্চবটী এলাকায় পঞ্চবটী-মুক্তারপুর দ্বিতল উড়ালসড়ক নির্মাণকাজের সময় তিতাস গ্যাসলাইনের পাইপ ফেটে আগুন ধরার ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে আটটি দোকান পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আগুনের ঘটনার পর থেকে তিতাসের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। সেই সঙ্গে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে পঞ্চবটী এলাকায় পঞ্চবটী-মুক্তারপুর দ্বিতল উড়ালসড়কের নির্মাণকাজে ঠিকাদারি প্রতিষ্ঠান পাইলিংয়ের কাজ করার সময় হঠাৎ তিতাস গ্যাসলাইনের ১২ ইঞ্চি ব্যাসের পাইপ ফেটে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা প্রায় পাঁচতলা ভবনের সমান উচ্চতায় ওঠে। আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে পাশের টিনের তৈরি গার্মেন্টস অ্যাকসেসরিজ, মুদিদোকানসহ আটটি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সড়কের পাশ দিয়ে ডিপিডিসির ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার পুড়ে ছিঁড়ে পড়ে যায়। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে আগুন নিয়ন্ত্রণে আসে।
সুত্র: প্রথম আলো
Be the first to comment