নিজস্ব প্রতিবেদক:
শেখ হাসিনা সরকারের পতনের পর জ্বালানি বিভাগের ১৩টি কোম্পানির পরিচালনা পর্ষদ থেকে ২৬ পরিচালককে অব্যাহতি দেয়া হলো। আজ শনিবার খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ ফারুক হোসেনের সই করা একটি পত্র থেকে এ খবর জানা যায়।
জ্বালনি বিভাগের ওই চিঠিতে বলা হয়েছে, পররর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ১৩ কোম্পানির পরিচালনা পর্ষদ থেকে ২৬ পরিচালককে অব্যাহতি দেওয়া হলো। জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পরিচালক পদ থেকে অব্যাহতি পাওয়া কর্মকর্তারা হলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের একান্ত সচিব মো. রোকন উল হাসান, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব হুমায়ূন কবির লস্কর, সাবেক সংসদ সদস্য ফরিদা আক্তার হীরা, সাবেক অতিরিক্ত সচিব ড. কাজী আনোয়ারুল হক, ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১১ এর জাজরিন নাহার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-২ এর আল মামুন মুর্শেদ, একান্ত সচিব-১ মনিরা বেগম, মহাপরিচালক-৩ এর মোহাম্মদ আসাদুজ্জামান, সাবেক প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টার তৌফিক ই ইলাহী চৌধুরীর একান্ত সচিব মুকতাদির আজিজ, মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব ইসমাত মাহমুদা ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি।
এর বাইরে আরও ১১ ব্যক্তিকে সরানো হয়েছে, যারা জ্বালানি খাতের বিভিন্ন কোম্পানিতে পরিচালক পদে দায়িত্বে ছিলেন। এদের অধিকাংশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
Be the first to comment