নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ জ্বালানিখতে সাবেক সরকারের নেয়া সকল বিষয় পর্যালোচনা করবে বর্তমান সরকার। যেগুলো ভালো সেগুলো থাকবে। যেগুলো জনগুরুত্বপূর্ণ নয় সেগুলো বাদ যাবে। দায়িত্ব পাওয়ার পর নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ উপদেষ্টা ফায়জুল কবির খান এ কথা বলেন।
তিনি বলেন, জনপ্রত্যাশা ও জন আকাঙ্খা গুরুত্ব দিয়ে বিদ্যুৎ জ্বালানিখাতে কাজ করবে। বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার উপদেষ্টা ফায়জুল কবির খান এ কথা বলেন।
এখনই বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ আইন বাতিল হচ্ছে কি না সে বিষয়ে তিনি পরিস্কার করেননি। তিনি বলেন এই আইনটির বিষয়ে তারা একটি পর্যবেক্ষণ করবেন। এরপরই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই আইনের অধীনে সব কাজ খারাপ হয়েছে তা এখনই বলা যাবে না। চিল নিয়েগেছে কানে বলেই আমরা চিলের পিছনে দৌড়াবো না। এ বিষয়টি আগে দেখতে হবে।
তিনি বলেন, গ্যাসের সংকট হচ্ছে এ বিষয়টি আমরা দেখছি। ইতোমধ্যে পেট্রোবাংলা চেয়ারম্যানকে বলা হয়েছে। কবে নাগাদ সামিটের এলএনজি টার্মিণাল উৎপাদনে আসবে তার দিনক্ষন জানাতে বলা হয়েছে।
সাগরে তেল গ্যাস অনুসন্ধানে ডাকা দরপত্র আগের মতোই চলবে বলে জানান তিনি। উপদেষ্টা বলেন, আগের সরকারের সব কিছুই খারাপ নয়। তিনি বলেন, যেসব বিষয় রাখার মতো অবশ্যই আমরা সেগুলো রাখবো।
উপদেষ্টা বলেন, চাইলেই আমরা সব চুক্তি বাতিল করতে পারি না। চুক্তিগুলো আন্তর্জাতিক নিয়োম নীতি মেনে করা হয়েছে। এগুলো এভাবে বাতিল করা যায় না।
তিনি বলেন, এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর ক্ষেত্রে একটি আন্তর্জাতিক নীতি রয়েছে। সেই অনুযায়ি কাজ হবে।
//আরএম
Be the first to comment