বাজেট সাপোর্টের জন্য এবার এডিবির কাছে অর্থ চাইলেন জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:
বিশ্বব্যাংকের পর এশীয় উন্নয়ন ব্যাংকের কাছে বাজেট সাপোর্টের জন্য অর্থ সহায়তা চাইলেন জ্বালানি বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান-এর সাথে বাংলাদেশে নিযুক্ত এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। তিনি এসময় এডিবিকে বলেন, সকল ধরনের ক্রয় প্রক্রিয়ায় পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-এর বিধানবলী ব্যবহার করা হবে। এছাড়াও বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (সংশোধিত ২০২১)-এর অধীনে চলমান কার্যক্রম স্থগিত করেছেন এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধিত) আইন, ২০২৩-এর ৩৪ক ধারায় সরকার কর্তৃক বিদ্যুৎ ও গ্যাসের মূল্য নির্ধারণের ক্ষমতা স্থগিত করেছে।

উপদেষ্টা বলেন, দায়িত্ব গ্রহণের পর খুব দ্রুত বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। এই সরকার এখন থেকে শুধু পরিসংখ্যানে বিশ্বাস না করে সত্যিকারের বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত গ্রহণ করবে। এ সময় তিনি প্রতিনিধিদলকে আরো জানান, এখন থেকে স্বচ্ছতা নিশ্চিত এর জন্য প্রতিটি ক্ষেত্রে উন্মুক্ত পদ্ধতির মাধ্যমে টেন্ডারিংয়ের নির্দেশনাও তিনি প্রদান করেছেন।
বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির পরিকল্পনা হাতে নিয়েছে। এসময় উপদেষ্টা বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি আমদানি বাবদ বৈদেশিক মূল্য পরিষদের দায় পরিশোধে এ খাতে বাজেট সাপোর্টের জন্য এশিয়ান উন্নয়ন ব্যাংকের সহযোগিতার অনুরোধ করেছেন।
নতুন দায়িত্বের জন্য উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান-কে অভিনন্দন জানিয়ে বাংলাদেশে নিযুক্ত এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে তারা সরকারের সবথেকে বড় অংশীদার। তিনি বর্তমান সরকারের সাথে আন্তরিকভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমান সরকারের বাজেট সহায়তার অনুরোধ তারা আন্তরিকতার সাথে বিবেচনা করবেন।
মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান, সেতু বিভাগের সিনিয়র সচিব মো. মনজুর হোসেন, রেলপথ মন্ত্রণালয় সচিব জনাব আবদুল বাকী ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোঃ নূরুল আলম উপস্থিত ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.