স্থায়ি এলএনজি টার্মিনাল নির্মাণে জাপানের সহায়তা চাইলো সরকার

নিজস্ব প্রতিবেদক
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য স্থায়ি টার্মিনাল নির্মাণে জাপানের সহায়তা চাইলো সরকার। জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান-এর সঙ্গে মন্ত্রণালয় তাঁর কক্ষে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের আজকের বৈঠকে তিনি এই সহায়তা চান।
এসময় তিনি জরুরিভিত্তিতে মেট্রো রেলের মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশন সংস্কার করে দ্রুত চালুর ব্যাপারে জাপানের সর্বাত্মক সহযোগিতা অনুরোধ করেন।
এসময় তাঁদের মাঝে ইন্টিগ্রেটেড এনার্জি, মাস্টার্স প্লান রিভিউ এবং এলএনজি’র ল্যান্ড টার্মিনাল স্থাপন ব্যাপারে আলোচনা হয়।
মুহাম্মদ ফাওজুল কবির খান জাপানের কাছে বিদ্যুৎ ও জ্বালানি আমদানি বাবদ বৈদেশিক মূল্য পরিশোধের দায় মেটানোর প্রেক্ষিতে বাজেট সহযোগিতার অনুরোধ জানান।
এ সময় জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার সাথে এ প্রসঙ্গে তাঁর কথা হয়েছে এবং এ ব্যাপারে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি রাষ্ট্রদূত সমবেদনা জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি পরিষেবা, সড়ক, মহাসড়ক, সেতু এবং রেলওয়ে খাতে ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনর্গঠনে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক ও বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
##

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.