নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশে এনার্জি রেগুলেটরি কমিশনকে আবারও গ্যাস বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা ফিরিয়ে দেয়া হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার ২০২২ সালে বিইআারসির পাশাপাশি সরকারের নির্বাহী আদেশে গ্যাস বিদ্যুতের মূল্য নির্ধারণের আইন পাশ কার।
বাংলাদেশ এনার্জি রেহগুলেটরি কমিশন আইন ৩৪ (ক) এর বিলুপ্ত করে অধ্যাদেশ জারি করা হয়েছে।
বিআরসির আইন শাখার একজন কর্মকর্তা বলেন, বিইআরসি বিতরণ কোম্পানির আবেদনের প্রেক্ষিতে গণশুনানি করে গ্যাস এবং বিদ্যুতের মূল্য নির্ধারণ করতো। কিন্তু ২০২২ সালের ডিসেম্বরে বিগত সরকার আইন পাশ করে বিষয়টি নির্বাহী আদেশের মাধ্যমে করে আসছিলো। এখন আবার বিইআরসিকে তা ফিরিয়ে দেয়া হয়েছে।
জানাগেছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের রাষ্ট্রীয় বাসভবন যমুনায় আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপদেষ্টা পরিষদের বৈঠক হবে। এতে এনার্জি রেগুলেটরি কমিশন আইন সংশোধনের জন্য উপস্থাপন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ সূত্রে জানা যায়, উপদেষ্টা পরিষদ আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন দিলে এটি ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ-২০২৪’ নামে অভিহিত হবে। একই সঙ্গে এই আইনের ৩৪-এর ক ধারা বিলুপ্ত করা হবে। বর্তমানে এই ধারা অনুযায়ী ট্যারিফ নির্ধারণ, পুনর্নির্ধারণ বা সমন্বয়ের ক্ষমতা সরকারের। এই ধারা বিলুপ্ত হলে গণশুনানি ছাড়া সরকার আর বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করতে পারবে না।
Be the first to comment