নবায়নযোগ্য জ্বালানি মানে সোলার এ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে

নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেনছেন, নবায়নযোগ্য জ্বালানি মানে সোলার এ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সোলার এন্ড রিনিউবেয়ল এনার্জি এসোসিয়েশন এর প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।
এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, নবায়নযোগ্য জ্বালানি মানেই ‘সোলার’- এ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। জমির স্বল্পতার জন্য ভাসমান সোলার সিস্টেমের দিকে এগুনো যায় কিনা এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করেন।
নতুন নতুন উদ্ভাবনি প্রযুক্তি খুজে বের করে টেকসই সোলার সেল গঠন করা প্রয়োজন বলেও উপদেষ্টা জানান। চা বাগানে সোলার সিস্টেম করা যায় কিনা সেটা খতিয়ে দেখার কথা উল্লেখ করেন তিনি।
বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা বলেন, ‘একই সাথে সোলার-এর ক্যাপাসিটিকে আধুনিকায়ন করার উদ্দ্যোগ গ্রহণ করা জরুরি বলে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’ এ সময় তিনি বলেন, জ্বালানি খাতে অনেক বদনাম আছে সবাইকে নিয়ে এ বদনাম ঘুচিয়ে সামনে এগুতে হবে।
ফাওজুল করিম খান বলেন, বেসরকারি খাতকে উৎসাহিত করা হবে তবে বেসরকারি খাতকে প্রতিযোগিতার মাধ্যমে কাজ পেতে হবে।
সোলার এন্ড রিনিউবেয়ল এনার্জি এসোসিয়েশন এর নেতৃবৃন্দরা এ সময় তাদের বেশ কিছু দাবি উপস্থাপন করেন এবং উপদেষ্টা সমস্যাগুলো সমাধানের জন্য একটি কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান, বিএসআরইএ-এর প্রেসিডেন্ট মোঃ নুরুল আকতার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আল মাহমুদসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.