নিজস্ব প্রতিবেদক:
সেপ্টেম্বরের জন্য জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে অন্তর্বর্তীকালীন সরকার। পেট্রোল ও অকটেনের দাম লিটারে ৬ টাকা এবং প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা ২৫ পয়সা করে কমানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমানোতে এই দাম কমানো হয়।
এখন ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিন এতদিন বিক্রি হয়েছে লিটার প্রতি ১০৬ টাকা ৭৫ পয়সা; এই দাম থেকে ১ টাকা ২৫ টাকা কমিয়ে ডিজেল ১০৫ টাকা ৫০ পয়সা করা হয়েছে। বর্তামানে পেট্রোল ১২৭ টাকায় বিক্রিয় হচ্ছে। এই দাম লিটারে ৬ টাকা কমিয়ে ১২১ টাকা করা হয়েছে। এছাড়া অকটেনের লিটার প্রতি বর্তমান দাম ১৩১ টাকা; এখান থেকেও ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।
নানামুখি রাজনৈতিক প্রতিবন্ধকতা থাকায় অগাস্ট মাসের জন্য জ্বালানি তেলের দাম পুনঃনির্ধারণ করা সম্ভব হয়নি। সরকার প্রতিমাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে।
তবে সম্প্রতি অন্তর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের মধ্যমে দেশে বিদ্যুৎ এবং জ্বালানির মূল্য নির্ধারণ করা হবে। যদিও এমন বক্তব্যর পরই সরকার নির্বাহী আদেশে তেলের মূল্য নির্ধারণের ঘোষনা দিলো।
Be the first to comment