নিজস্ব প্রতিবেদক :
পেট্রোবাংলার প্রধান কার্যালয়ে হামলার ঘটনায় ৫ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, নাশকতার অভিযোগ থাকায় বাধ্যতামূলক ছুটি দিয়ে অফিস আসা বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন পেট্রোবাংলা।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে এই তথ্য জানানো হয়।
সাময়িক বরখাস্ত করা হয়েছে উপমহাব্যবস্থাপক (অনুসন্ধান ও সমীক্ষা প্রকল্প) মো: তারিকুল ইসলাম, উপমহাব্যবস্থাপক (সেবা) মো: আব্দুল জলিল, ব্যবস্থাপক (পরিকল্পনা কৌশল) মো: ফজলুল হক, ব্যবস্থাপক (ইণ্জিনিয়ারিং)
মোহাম্মদ সাইফুদ্দিন ও প্রশাসন বিভাগের
উচ্চমান সহকারী মো: নজরুল ইসলাম।
পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার সাংবাদিকদের জানান,, তিতাসের চিহ্নিত পাঁচ-ছয় জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করার জন্য বলা হয়েছে। ওই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
এদিন সকাল ১১টার দিকে বিক্ষুব্ধরা রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত পেট্রোবাংলার প্রধান কার্যালয় পেট্রোসেন্টারের নিচতলায় রিসিপশনের গ্লাস ভাঙচুর করে, বাঁধা দিতে গেলে পেট্রোবাংলার কর্মকর্তা-কর্মচারীদের ওপরও লাঠি নিয়ে হামলা করেন। পৌনে এক ঘণ্টা পরে তারা তিতাস গ্যাসে ফিরে যান। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির একদল কর্মকর্তা-কর্মচারী নতুন এমডি শাহনেওয়াজ পারভেজের নিয়োগ বাতিলের দাবিতে এই হামলা চালায়।
তিতাস গ্যাস সূত্র জানিয়েছে, শাহনেওয়াজ পারভেজকে দায়িত্ব দেওয়ার পর থেকে তিতাসের জিএম (জিএম ইএসডি) হেলাল তালুকদার জিএম (অডিট), মো. রাশিদুল আলম, ডিজিএম (পিসিডি) ইঞ্জিনিয়ার এনামুল হক, প্রিপেইড মিটার প্রকল্পের পিডি কাওসার আলম সুমন নেতৃত্বে এ হামলা চালানো হয়৷
দুপুরে পেট্রোবাংলার চেয়ারম্যান সাংবাদিকদের বলেছিলেন, নতুন এমডির বিষয়ে তাদের আপত্তি থাকতে পারে, তারা সেটা আমাদের জানাতো পারতো, আমরা বিবেচনা করে দেখতাম। কিন্তু তারা তা না করে লাঠিসোটা নিয়ে হামলা করেছে। পেট্রোবাংলার লোকজন তাদের আলোচনার কথা বললে, নিচতলায় ভাঙচুর করে। সিসিটিভি ফুটেজ দেখে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Be the first to comment