১২ কেজির এলপিজি বোতলে চলতি মাসে ৩৫ টাকা দাম বেড়েছে

এলপিজি

নিজস্ব প্রতিবেদক:
১২ কোজির এক বোতল এলপিজির বোতলে গ্রাহককে আরো ৩৫ টাকা বাড়তি গুনতে হবে। গতমাসের সমপরিমান এলপিজির দাম ছিল এক হাজার ৪২১ টাকা। চলতি মাসের জন্য যা বৃদ্ধি করে এক হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ এই ঘোষণা দেয়। প্রতিকেজি এলপিজির দাম এ মাসের জন্য ১১৮ টাকা ৪৪ পয়সা থেকে বাড়িয়ে ১২১ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।
এদিকে অটো গ্যাসের দাম লিটার প্রতি ৬৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬৬ টাকা ৮৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ভোক্তা পর্যায়ে আগস্ট মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম জুলাই মাসের তুলনায় ১১ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগের মাসে এই দাম বাড়ানো হয়েছিল ৩ টাকা। সে সময় ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৩৬৬ টাকা।
এছাড়া বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহার করা রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম কেজিপ্রতি ১১৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ১১৭ টাকা ৪৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.