
নিজস্ব প্রতিবেদক;
প্রতিমাসে নিয়মিত সমন্বয়ের অংশ হিসেবে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫৯ টাকা থেকে ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ আজ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ নতুন দাম ঘোষণা করেন। নতুন দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
সম্প্রতি বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কথা বলে সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর এলপিজির দামও বৃদ্ধি করা হলো।
সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৬৯০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। আর গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬৭ টাকা ৭৪ পয়সা, যা আগে ছিল ৬৬ টাকা ৮৫ পয়সা।
গত ৩১ জানুয়ারি জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে বাড়িয়ে ১০৫ টাকা করা হয়েছে। পেট্রলের দাম প্রতি লিটার ১২১ টাকা থেকে বেড়ে ১২২ টাকা ও অকটেনের দাম ১২৫ টাকা থেকে বেড়ে ১২৬ টাকা হয়েছে। তবে দাম কার্যকর হয় ১ ফেব্রুয়ারি থেকে।
Be the first to comment